আবেদন সংক্রান্ত নির্দেশনাবলী
- তথ্য পূরণ:আবেদন ফরমে সকল তথ্য ইংরেজিতে পূরণ করুন।
- ছবি ও ফাইল প্রস্তুতি:আবেদনকারীর পাসপোর্ট সাইজের রঙ্গিন ছবি (300*300 pixels) ওস্বাক্ষরের (300*80 pixels) সফট কপি (JPEG, JPG, PNG, 50KB-এর কম)প্রস্তুত রাখুন।
- আবেদন প্রক্রিয়া:Available Circularথেকে চলমান সার্কুলার থাকলে সেখানে Apply Online ক্লিক করে সঠিক তথ্য দিয়ে সকল ধাপ অনুসরণ করে আবেদন করুন।
- যোগ্যতা যাচাই:সার্কুলারে উল্লিখিত প্রয়োজনীয় যোগ্যতা (Qualification) এর সাথে আবেদনকারীর যোগ্যতা (Qualification) মিল না থাকলে আবেদনবাতিলবলে গণ্য হবে।
- সতর্কতা:বিদ্যুৎ/ইন্টারনেট বিচ্ছিন্ন হলে আবার শুরু করুন। জমা (Submit) দেওয়ার পরউক্ত আবেদন সংশোধন করা যাবে না।
জরুরী সহায়তা:
01332-533535 (শনি-বৃহস্পতি, সকাল ১০টা - সন্ধ্যা৬টা, ছুটির দিন ব্যতীত)
পরীক্ষা/সাক্ষাৎকার:
নির্বাচিত প্রার্থীগণকে আবেদনে প্রদত্ত মোবাইলে SMS-এর মাধ্যমে জানানো হবে।
বিশেষ নির্দেশনা:
১. আবেদন করার পূর্বে সকল তথ্য ও যোগ্যতা (Qualification) ভালোভাবে যাচাই করে নিন।
২. ভুল তথ্য প্রদান করলে অথবা অসম্পূর্ণ আবেদন বাতিল বলে গণ্য হবে।
৩. আবেদনপত্রে উল্লিখিত সকল তথ্যের বিপরীতে সনদপত্র/ সার্টিফিকেট/ Valid Documents পরবর্তীতে জমা দিতে হবে।